নিরাপত্তারক্ষীর বাধায় রক্ত পেলেন না খোদ চিকিৎসক
মালদা মেডিকেল কর্তৃপক্ষের অসহযোগিতায় এক ব্যক্তির মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে শহরে৷ গোটা ঘটনায় স্থানীয় ইংরেজবাজার থানায় মালদা মেডিকেল কলেজে ও হাসপাতালের নিরাপত্তাকর্মীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃত রোগীর বাড়ির লোকজন৷ মেডিকেলের নিরাপত্তায় সেখানে নিয়োগ করা হয়েছে পুলিশ৷ যদিও পুলিশের উপস্থিতিতে হাসপাতালের সহায়তা কেন্দ্র ভাঙচুরের অভিযোগ উঠেছে।
মৃত ব্যক্তির নাম কাইয়ম শেখ (৪৫)৷ তিনি কালিয়াচক থানার সুজাপুরের ফিরদৌস হাজিপাড়ার বাসিন্দা৷ জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন কাইয়ম সাহেব৷ তাঁকে মালদা শহরের এক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়েছিল৷ কিন্তু ওই চিকিৎসক কাইয়ম সাহেবকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেননি৷ গতকাল তাঁর স্বামীর অবস্থা খুব খারাপ হয়ে যায়৷ তাঁরা তাঁকে হাসপাতালে ভর্তি করেন৷
কাইয়ম শেখের স্ত্রী শামিমা বিবি জানান, রক্ত পরীক্ষা করে স্বামীর ৪ বোতল রক্ত লাগবে বলে মেডিকেল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়৷ রক্ত সংগ্রহও করেন তাঁরা৷ কিন্তু হাসপাতালের কর্মীরা তাঁদের কোনও সহযোগিতা করেননি৷ কিন্তু রক্ত নিয়ে কাউকে ভিতরে ঢুকতে দেননি নিরাপত্তারক্ষীরা৷ তাঁরা তাঁর ছেলেদের মারধরও করেন৷ রক্তের অভাবে তাঁর স্বামী মারা গিয়েছেন৷
আজ সকালে এনিয়ে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে৷ পরিস্থিতি বিবেচনা করে হাসপাতালে নিয়োগ করা হয়েছে পুলিশ৷ উত্তেজিত জনতা হাসপাতালের সহায়তাকেন্দ্র ভাঙচুর করে বলে জানা গিয়েছে।এই ঘটনায় এখনও পর্যন্ত মেডিকেল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷