নেতাজি বাজার সংলগ্ন রবীন্দ্র অ্যাভিনিউয়ে আগুন
মালদা শহরের রবীন্দ্র অ্যাভিনিউয়ে আগুনকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে প্রায় আধ ঘণ্টার লড়াইয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সূত্রপাত কীভাবে তা বুঝে উঠতে পারেননি দমকলকর্মীরাও।
মালদা শহরের রবীন্দ্র অ্যাভিনিউ-এ বেশ কয়েকটি দোকান রয়েছে। রয়েছে রাস্তার ধারে একাধিক হোটেলও। অভিযোগ, হোটেলের সমস্ত আবর্জনা রাস্তার ধারে কিংবা দোকানঘরগুলির পেছনে ফেলা হয়। এদিন দুপুরে সেই জঞ্জালেই আগুন ধরে যায়। খবর দেওয়া হয় দমকলে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। প্রায় আধ ঘণ্টার লড়াইয়ে আগুন নিয়ন্ত্রণে আনে দমকলকর্মীরা। এই ঘটনায় প্রমোটারদের যোগসাজশও থাকতে পারে বলে অভিযোগ তুলেছেন এক ব্যবসায়ী। ওই এলাকা থেকে জঞ্জাল পরিষ্কার না হলে পুনরায় আগুন লাগার সম্ভাবনা রয়েছে বলে জানান এক দমকলকর্মী।
12 views