বাড়ি ফেরার পথে টাকা-মোবাইল ছিনতাই যদুপুরে
নগদ ১৫ হাজার টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ উঠল যদুপুরে। হাঁসুয়ার কোপে আক্রান্ত যুবক বর্তমানে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।
আক্রান্ত যুবকের নাম আইজুল শেখ (২২)। বাড়ি ইংরেজবাজার থানার যদুপুর ২-এর গোবিন্দপুরে। বাড়ি থেকে কিছুটা দূরেই নিজস্ব মিল রয়েছে তাঁর। অভিযোগ, গতকাল রাতে সাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে স্থানীয় দুই যুবক লাঠি ও হাঁসুয়া নিয়ে তাঁর মাথায় আঘাত করে। নগদ ১৫ হাজার টাকা ও মোবাইল নিয়ে পালিয়ে যায় মোস্তাফি শেখ ও মোস্তাফা শেখ। রাতেই স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়।
20 views