ভূমিকম্প মোকাবিলায় মক টেস্ট জেলাস্কুলে
বিপর্যয় মোকাবিলা দফতর ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে একটি মক টেস্টের আয়োজন করা হয় এদিন। বুধবার সকাল ১১টা নাগাদ মালদা জেলা স্কুল ও বৃন্দাবনী ময়দানে এই অনুষ্ঠানের সূচনা করেন জেলাশাসক কৌশিক ভট্টাচার্য।
ভূমিকম্পের মতো বিপর্যয় হলে কী করণীয় এদিনের টেস্টে তা তুলে ধরা হয়। বিপর্যয় ঘটলে কি করে আহত এবং মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হবে। আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা থেকে শুরু করে সমস্ত বিষয়ে মক টেস্টের মাধ্যমে দেখানো হয়। ঘটনাস্থলে বিপর্যয় মোকাবিলা দপ্তর, সিভিল ডিফেন্স সঙ্গে তালমিলিয়ে ময়দানে লড়তে দেখা যায় দমকল ও অ্যাম্বুলেন্সকে।
জেলা শাসক কৌশিক ভট্টাচার্য্য জানান, এদিন সারা রাজ্যের সাথে মালদা জেলাতেও মক টেস্ট এর ব্যবস্থা করা হয়। বিপর্যয় ঘটলে কি করে আহত এবং মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হবে। আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা থেকে শুরু করে সমস্ত বিষয়ে মক টেস্টের মাধ্যমে দেখানো হয়। এদিনের টেস্টে সিভিল ডিফেন্স ছাড়াও অ্যাম্বুলেন্স ও দমকল অংশগ্রহণ করে।
ছবিঃ কৃতাঙ্ক