মোটরবাইক দুর্ঘটনায় মৃত যুবক, আহত আরও দুই
পুখুরিয়া থেকে মানিকচক যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আরও দুই। গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।
মৃত যুবকের নাম অজিত কর্মকার (২৩)। গুরুতর আহত অবস্থায় দীপক সরকার (২২) ও বিক্রম মাঝি(২৩) মালদা মেডিকেলে চিকিৎসাধীন। তিনজনেই পুখুরিয়া থানার পীরগঞ্জ এলাকার বাসিন্দা। জানা গেছে, তিন বন্ধু মোটরবাইকে চেপে মানিকচকে একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয় তাঁরা। ঘটনাস্থলেই মারা যান অজিত। গুরুতর আহত অবস্থায় মিলকি হাসপাতালে দীপক ও বিক্রমকে ভরতি করা হলে চিকিৎসকরা তাঁদের মালদা মেডিকেল কলেজে স্থানান্তর করে দেন। অজিতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো ঘটেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করছে পুখুরিয়া থানার পুলিশ।
ছবিটি প্রতীকী।
10 views