রাজ্যসড়কে দুর্ঘটনায় মৃত এক যুবক, আহত আরো এক
মোটর বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর। গুরুতর জখম হয়েছে আরও একজন। বুধবার রাতে চাঁচল থানার পাহাড়পুর এলাকায় ৮১ নম্বর জাতীয় সড়কের উপর দুর্ঘটনাটি ঘটেছে। আহত বাইক আরোহী আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবারে।
মৃত বাইক আরোহীর নাম সাদ্দাম হোসেন। বয়স ২৫ বছর। আহত আরোহী ইমরান আলি। তাঁদের বাড়ি মালদার চাঁচল থানার হারাজেরা গ্রামে। পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেলে মোটরবাইক নিয়ে তাঁরা দুজন পাহাড়পুর এলাকায় ঘুরতে বেরোয়। বাড়ি ফেরার পথে রাস্তায় বালি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরবাইক দুর্ঘটনা ঘটে। রাজ্য সড়কের উপর ছিটকে পড়ে উভয়েই। এরপর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে দুজনকে স্থানান্তর করা হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। এদিন সকালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় সাদ্দামের। অন্যদিকে সেখানেই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা চলছে ইমরান আলির। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
ভিডিয়োঃ কৃতাঙ্ক