দোষীদের গ্রেফতারের দাবিতে রাজ্যসড়ক অবরোধ বাসিন্দাদের
প্রকাশ্যে যুবককে গুলি চালানোর ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে পথ অবরোধ স্থানীয় বাসিন্দাদের। এদিন দুপুরে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয়রা। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দুষ্কৃতীদের গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ উঠে যায়।
উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর রাতে গুলিবিদ্ধ হন টোটোন চৌধুরি। পরের দিন অভিযুক্ত অলোক ঘোষের বিরুদ্ধে থানায় অভিযাগ দায়ের করা হলেও এখনো পর্যন্ত তাকে গ্রেফতার করেনি পুলিশ। এরই প্রতিবাদে এদিন পথ অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা।
এক অবরোধকারী রূপালীদেবী জানান, ঘটনার পাঁচ দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করছে না। এর আগেও অলোকের বিরুদ্ধে মাডারের অভিযোগ রয়েছে। সে সময়ও তাকে গ্রেফতার করা হয়নি। পরোক্ষভাবে পুলিশ এই দুষ্কৃতীদের মদত দিচ্ছে তাদের গ্রেফতার না করে। তিনি আরো জানান, পুলিশের নিষ্কৃয়তার বিরুদ্ধে আজ তারা অবরোধ করেছেন।
ঘটনাস্থলে পুলিশ এসে দুষ্কৃতীদের গ্রেফতারের আশ্বাস দিয়ে অবরোধ তুলে দেয়।
ভিডিয়োঃ কৃতাঙ্ক