সাময়িক ভূমিকম্পে আতঙ্ক ছড়াল শহরের বিভিন্ন এলাকায়
সারা রাজ্যের সঙ্গে সঙ্গে ভূমিকম্পের আতঙ্ক ছড়াল মালদাতেও। ভূমিকম্পের কেন্দ্রস্থল অসমের কোকরাঝোড় থেকে ১০ কিলোমিটার দূরে। সাময়িক এই ভূমিকম্প বেশ প্রভাব ফেলে সাধারণ মানুষের মধ্যে। হইচই পড়ে যায় শহরের বিভিন্ন এলাকায়। অফিসকর্মী, আধিকারিক সকলেই কাজকর্ম ফেলে ছুটে আসেন বাইরে।
প্রতিদিনের মতো এদিন সকালেও কাজ শুরু হয়েছে জেলা প্রশাসনিকভবনে। হঠাৎ ভূমিকম্পের প্রকোপে কাজ ফেলে কর্মীরা ছুটতে শুরু করেন প্রশাসনিক ভবনের বাইরে। প্রাণ ভয়ে কাজ ছেড়ে পালাতে পিছুপা হননি আধিকারিকরাও। এক সরকারি আধিকারিক জানান, কর্মরত অবস্থায় তাঁরা বুঝতে পারেন বিল্ডিং-এর সাথে সবকিছু দুলছে। বুঝতে পারেন ভূমিকম্প হচ্ছে, বিন্দুমাত্র সময় নষ্ট না করে সকলে ছুটতে শুরু করেন রাস্তার দিকে। ভমিকম্পের শেষে তাঁরা সকলেই আবার নিজের কাজে ফিরে যান।
ভিডিয়োঃ কৃতাঙ্ক