ঋণের টাকা শোধ করতে না পারায় আত্মহত্যা
স্বামীর অজান্তেই স্ত্রী নিয়েছিল লক্ষাধিক টাকার ঋণ, সেই ঋণ শোধ করতে না পেরে আত্মহত্যা করল স্বামী। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার বাগবাড়ি বাঁধ এলাকায়। এই ঘটনায় শোকস্তব্ধ পরিবার।
মৃতর নাম কার্তিক সিংহ (৩৪)। পেশায় ভ্যানচালক ছিলেন তিনি। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ বছর আগে নালাগোলা এলাকায় রুমা সিংহের সাথে বিবাহ হয় কার্তিকের। সংসারে সব কিছু ঠিকই চলছিল। দম্পতির দুই সন্তানও রয়েছে। তবে মাস দুয়েক আগে কার্তিকবাবু জানতে পারেন তাঁর স্ত্রী মহাজন ও বেসরকারি লগ্নি সংস্থার কাছে প্রায় ২ লক্ষ টাকা ঋণ নিয়েছেন। তবে এত টাকা স্ত্রী কি করল তা নিয়ে শুরু হয় সংসারে অশান্তি। সংসারের এই অশান্তির জেরে বাড়ি ছেড়ে বাবার বাড়ি চলে যায় স্ত্রী রুমা সিংহ। এদিকে স্ত্রীর নেওয়া ঋণের বোঝা দিনের পর দিন বাড়তে থাকে কার্তিকবাবুর ওপর। মহাজন থেকে বেসরকারি লগ্নি সংস্থা চাপ দিতে থাকে টাকা পরিশোধের জন্য। সেই ঋণের দায়ে গলায় ফাঁস আত্মহত্যা করেছেন কার্তিকবাবু বলে অভিযোগ।
মঙ্গলবার সকালে নিজের ঘর থেকে কার্তিকবাবুর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান। গোটা ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
ভিডিয়োঃ কৃতাঙ্ক
Tags: