ঘরে ঢুকল বাছুর, গুরুতর আহত ৪
ঘরে বাছুর ঢোকাকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষে আহত ৬ জন। এদের মধ্যে গুরুতর জখম চারজনের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার নরহাট্টা এলাকায়।
আক্রান্তদের নাম জহর মোমিন(৩৫), হালিমা বিবি(২৭), দাউদ মোমেন(২২) ও সাহেবা বিবি(২০)। জানা গিয়েছে, জহর মোমিন ও দাউদ মোমিন সম্পর্কে ভাই। অভিযোগ, দাউদ মোমিনের একটি বাছুর জহরের ঘরে ঢুকে যায়। সেই সময় জহরের ছেলে সেই বাছুরকে মেরে তাড়িয়ে দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বচসা শুরু হয়। বচসার জেরে দুই পরিবারের মধ্যে শুরু হয় সংঘর্ষ। সংঘর্ষের সময় ইটের আঘাতে মাথা ফাটে জহর মোমিন ও দাউদ মোমিনের। রাতেই আহতদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছেন আহতরা।
ভিডিয়োঃ কৃতাঙ্ক