প্রতিবন্ধীদের মাসিক ভাতা প্রদানের মানবিক প্রকল্প
প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও ছিল না শংসাপত্র। ফলে মিলত না কোনোরকম সরকারি সাহায্য। অবশেষে এদিন প্রশাসনের উদ্যোগে মানবিক প্রকল্পের আওতায় আনা হল ওই চাহিদা সম্পন্নদের। মঙ্গলবার প্রশাসনের তরফ থেকে শিবিরের আয়োজন করে ইংরেজবাজার ব্লকের প্রায় দুই শতাধিক প্রতিবন্ধীদের সনাক্ত করে প্রকল্পের আওতায় আনা হয়।

ইংরেজবাজার ব্লকের মহদিপুর, কাজিগ্রাম সহ যদুপুর ১ ও ২ গ্রাম পঞ্চায়েত থেকে প্রতিবন্ধীদের প্রাথমিকভাবে বাছাই করা হয়। ব্লক অফিসে শিবিরের আয়োজন করে চিকিৎসকের মাধ্যমে প্রতিবন্ধীদের সনাক্ত করে মানবিক প্রকল্পে তাঁদের নাম নথিভুক্ত করা হয় বলে জানান প্রশাসনের কর্তারা। এই প্রকল্পের আওতায় থাকা প্রতিবন্ধীরা মাসে ১০০০ টাকা করে ভাতা পাবেন।
বিধায়ক নীহাররঞ্জন ঘোষ জানান, এর আগে যাঁরা ৮০ শতাংশ প্রতিবন্ধী ছিলেন শুধুই তাঁরাই ৭৫০ টাকা করে ভাতা পেতেন। তবে এবার থেকে ৪০ শতাংশ প্রতিবন্ধীরাও মাসিক ১০০০ টাকা করে ভাতা পাবেন।
ভিডিয়োঃ কৃতাঙ্ক
51 views