কিশনগঞ্জ থেকে অপহৃত কিশোরের খোঁজ মিলল শহরে
বিহারের কিষণগঞ্জ থেকে অপহৃত কিশোরকে শহরের উদ্ধারের ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। প্রশ্ন উঠতে শুরু করেছে শহর কি তাহলে এখন ভিন রাজ্যের দুষ্কৃতীদের আস্তানা হয়ে দাঁড়াচ্ছে? ইংরেজবাজার থানার সহযোগিতায় গতকাল রাতে অপহৃত ওই কিশোরকে উদ্ধার করে কিষণগঞ্জ থানার পুলিশকর্মীরা। গ্রেফতার করা হয়েছে দুই অপহরণকারীকে।
অপহৃত ওই কিশোরের নাম প্রিয়াংশু কুমার। বয়স ১২ বছর। বাবা শ্যামনন্দন ব্যবসায়ী। গত ২৫ অগাস্ট থেকে প্রিয়াংশু নিখোঁজ। সেদিন রাতেই একটি অজানা ফোন থেকে প্রিয়াংশুর মুক্তিপণ বাবদ ৫ লক্ষ টাকা দাবি করা হয়। সঙ্গে সঙ্গে শ্যামচন্দনবাবু পুলিশের দ্বারস্থ হন। অভিযোগ পেয়েই তড়িঘড়ি তদন্তে নামে পুলিশ। ফোন ট্র্যাক করে কিষণগঞ্জ থানার পুলিশ জানতে পারে অপহরণকারীরা মালদায় লুকিয়ে রয়েছে। খবর দেওয়া হয় ইংরেজবাজার থানায়। কিষণগঞ্জ থেকে একটি পুলিশের দলও মালদায় আসে। গতকাল ইংরেজবাজার থানার সহযোগিতায় কিষণগঞ্জের পুলিশ দলটি অপহরণকারীদের গ্রেফতার করার সঙ্গে অপহৃতকেও উদ্ধার করে। ধৃত দুই অপহরণকারী অরুণ ও মঞ্জু। দুজনেই বিহারের বাসিন্দা।
ভিডিয়োঃ কৃতাঙ্ক