আদিবাসী প্রতিনিধিদের রাজ্য সরকার দিল মোবাইল
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী উন্নয়নের লক্ষ্যে কিছুদিন আগে নবান্নে এক উচ্চপর্যায়ের বৈঠক ডেকেছিলেন। সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে রাজ্যের প্রতিটি ব্লকে একজন করে আদিবাসী প্রতিনিধি থাকবেন যাঁরা আদিবাসী মানুষের সঙ্গে সরাসরি সরকারের যোগসূত্রের কাজ করবে। সেইমত মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আজ মালদা জেলা সমাহর্তার অফিসে মালদা জেলার বিভিন্ন ব্লকের আদিবাসী প্রতিনিধিদের নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের মালদা জেলার আদিবাসী সেলের জেলা প্রেসিডেন্ট চুনীলাল মুর্মু। জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা সমাহর্তা পদম সুনম বৈঠকে উপস্থিত ছিলেন। প্রশাসনের পক্ষ থেকে আদিবাসী প্রতিনিধিদের একটি করে মোবাইল হ্যান্ডসেট দেওয়া হয়। শুধু তাই নয়, আদিবাসী প্রতিনিধিদের একটি হোয়াটস্অ্যাপ গ্রুপের সঙ্গে যুক্ত করা হয়। এর মূল উদ্দেশ্য সরকারের যেসব জনহিতকর প্রকল্প রয়েছে তা যাতে অতি সহজে আদিবাসী সমাজের নিচু স্তরের মানুষেরা জানতে পারেন। এছাড়া এই হোয়াটস্অ্যাপ গ্রুপের মাধ্যমে আদিবাসীরা তাঁদের কোন সমস্যা সরাসরি নবান্নে জানাতে সক্ষম হবেন।
ভিডিয়োঃ কৃতাঙ্ক