চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ
চিকিৎসা ব্যবস্থার কোন পরিকাঠামো নেই, নেই কোন প্রশিক্ষণপ্রাপ্ত নার্স, নেই জরুরী পরিসেবা দেওয়ার মত কোন চিকিৎসা ব্যবস্থা , অথচ নিজেদের ব্যবসার স্বার্থে যে কোন রুগীকে ভর্তি নিয়ে নেওয়া হচ্ছে। পরবর্তীতে ঠিকমত চিকিৎসা না পেয়ে রুগীর মৃত্যু ঘটছে। আর এই ভাবেই চিকিৎসা করে চলেছে বলে অভিযোগ উঠেছে ইংরেজবাজার শহরের ঝলঝলিয়ার একটি বেসরকারি নার্সিং হোমের বিরুদ্ধে।
উল্লেখ্য গঙ্গারামপুরের বাসিন্দা দুলাল কর্মকার গত ৭ দিন আগে জ্বর নিয়ে ঝলঝলিয়ার ওই নার্সিং হোমে ভর্তি হন। কিন্তু উপযুক্ত চিকিৎসা পরিষেবা অভাবে আজ সকালে তাঁর মৃত্যু হয় বলে অভিযোগ তাঁর আত্মীয়দের। এই ঘটনাকে কেন্দ্র করে সেখানে উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে সেখানে আসেন স্থানীয় কাউন্সিলার নরেন্দ্র নাথ তেওয়ারি ও ইংরেজবাজার থানার পুলিশ। পরে নরেন্দ্রনাথ তেওয়ারি বলেন, নার্সিং হোম কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তিনি তাঁদের জানিয়েছেন, আগামী ৭ দিনের মধ্যে নার্সিং হোমের চিকিৎসা সংক্রান্ত পরিকাঠামো উন্নতি না ঘটালে তিনি নার্সিং হোমের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবেন। এই বিষয়ে তিনি জেলাশাসককে অবহিত করবেন, এইভাবে বিনা চিকিৎসা পরিকাঠামো রুগীরা অসুবিধায় না পড়েন। নার্সিং হোমের কর্ণধার এসএন ত্রিপাঠি বলেন, তিনি বিষয়টি নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।
ভিডিয়োঃ কৃতাঙ্ক