মালদা গার্লস স্কুলে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন
মেয়েদের বয়ঃসন্ধি কালে তাদের স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের গুরুত্ব বোঝাতে ‘স্ত্রী স্বভিমান’ নামক একটি স্যানিটারি ন্যাপকিন ব্রান্ড এগিয়ে এল। এদিন বিনামূল্যে ৩৮৫টি স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয় মালদা উচ্চ বালিকা বিদ্যালয়ে একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রীদের মধ্যে। নিজস্ব উদ্যোগে অমিত চৌধুরি এই ন্যাপকিনগুলি বিনামূল্যে বিদ্যালয় কর্তৃপক্ষকে উপহার দেন।
তিনি জানান, ভারত সরকারের কমন সার্ভিস সেন্টার স্কিমের অঙ্গ হিসাবে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই বছর তিনি একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রীদের মধ্যে ন্যাপকিন বিতরণ করলেন। আগামী বছরে তারা সপ্তম থেকে দশম শ্রেণির ছাত্রীদের মধ্যে বিতরণ করবেন। এর ফলে মেয়েদের মধ্যে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা গড়ে উঠবে বলে মনে করেন বিদ্যালয়ের শিক্ষিকারা।
ভিডিয়োঃ কৃতাঙ্ক
12 views