আপাতত বন্ধ সাদুল্লাপুরে বৈদ্যুতিক চুল্লি
কিছু কারিগরি ত্রুটি দেখা দিয়েছে, আর সেই জন্য বৈদ্যুতিক চুল্লি আপাতত বন্ধ সাদুল্লাপুর মহাশ্মশানে। এতে অসুবিধায় পড়েছেন শবযাত্রীরা। বৈদ্যুতিক চুল্লি বন্ধ থাকায় একদিকে যেমন শবদাহ করতে সময় বেশি লাগছে, তেমনি বিকল্প হিসাবে কাঠের চুল্লিতে শবদাহ করতে বেশি টাকা গুনাগার দিতে হচ্ছে শবযাত্রীদের।
এই প্রসঙ্গে মালদা জেলাপরিষদের অতিরিক্ত কার্যনির্বাহী আধিকারিক মলয় মুখোপাধ্যায় বলেন, চুল্লির যে অংশ দিয়ে গ্যাস বের হয় সেই জায়গায় একটি ছিদ্র দেখা দিয়েছে, ফলে শবদাহ করার সময় কালো ধোঁয়া বের হচ্ছে। এতে এলাকার পরিবেশ দূষিত হওয়ার সম্ভাবনা থাকে। এই কারিগরি ত্রুটির কারণে আপাতত বৈদ্যুতিক চুল্লিতে শবদাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। তিন-চার দিনের মধ্যে চুল্লির ত্রুটিগত সমস্যার সমাধান হয়ে যাবে বলে জানান মলয়বাবু।
ভিডিয়োঃ কৃতাঙ্ক
4 views