মাল্টিজিম অক্রূরমণি করোনেশন ইন্সটিটিউশনে
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও যুব কল্যাণ দফতরের আর্থিক সহযোগিতায় একটি মাল্টিজিম-এর উদ্বোধন হল মালদার অক্রূরমণি করোনেশন ইন্সটিটিউশনে। উল্লেখ্য: বিদ্যালয়ের ১০৬তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে এই মাল্টিজিমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এদিন ২০১৮ সালে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে রাজ্যে ও জেলায় ভালো ফল করা কৃতি ছাত্রদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক তথা বিদ্যালয়ের প্রাক্তণী নীহাররঞ্জন ঘোষ, শিক্ষাবিদ শক্তিপদ পাত্র, বিদ্যালয়ের প্রধান শিক্ষক চঞ্চল কুমার ঝাঁ সহ অন্যান্য শিক্ষক ও ছাত্ররা। শিক্ষার পাশাপাশি স্বাস্থ্য। সেদিকে নজর রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যুব কল্যাণ দপ্তর ৩ লক্ষ টাকা বরাদ্দ করেছিল এই মাল্টিজিমের জন্য। পঞ্চম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির ছাত্ররা বিদ্যালয়ে শিক্ষার পাশাপাশি মাল্টিজিমে শরীরচর্চা করতে পারবে। বিধায়ক কোটা থেকে ৫ লক্ষ টাকা বিদ্যালয়ের উন্নয়নের জন্য বরাদ্দ করেছিলেন বিধায়ক নীহাররঞ্জন ঘোষ। বিদ্যালয়ে মাল্টিজিম চালু হওয়ার ফলে খুশি বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্ররা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক চঞ্চলকুমার ঝাঁ জানিয়েছেন, যুব কল্যাণ দপ্তর থেকে তিন লক্ষ টাকা বরাদ্দ করা হয় যা দিয়ে মাল্টি জিমের সরঞ্জাম কেনা হয়েছে। বিধায়ক কোটা থেকে ৫ লক্ষ টাকা দিয়ে বিদ্যালয় চত্বরে কংক্রিটের ঢালাই রাস্তা তৈরি করা হয়েছে যেখানে বিগত বর্ষার দিনে কাদা জমে থাকতো। সরকারিভাবে সাহায্য পেয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক চঞ্চল কুমার ঝাঁ ধন্যবাদ জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রীকে। বিদ্যালয়ের ছাত্র বরন্য সাহা জানিয়েছে, বিদ্যালয়ে মাল্টি জিম হওয়ায় তারা খুব খুশি।
ভিডিয়োঃ কৃতাঙ্ক