বিএসএফের লাল সতর্কতা উপেক্ষা করে পাচারকারীদের গতিবিধি অব্যাহত
আর মাত্র কয়েকদিন পরেই ৭২তম স্বাধীনতা দিবসের উৎসবে মেতে উঠবে সারা দেশ। এই বিশেষ দিনে জঙ্গি হামলার আশঙ্কায় ইতিমধ্যে সীমান্তে লাল সর্তকতা জারি করা হয়েছে। মালদা জেলার বাংলাদেশ সংলগ্ন ১৭২ কিলোমিটার জুড়ে লাল সতর্কতা জারির মধ্যেও মালদা জেলার দুই সীমান্ত দিয়ে গরু পাচারের চেষ্টা পাচারকারীদের। কিন্তু বিএসএফ-এর তৎপরতায় পাচারের আগেই উদ্ধার অনেক গরু। এই ঘটনার সঙ্গে জড়িত ১২ জন পাচারকারীকে সীমান্তের দুই জায়গা থেকে আটক করেছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী।
প্রথম ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার কাঞ্চনটার সীমান্তে। বিএসএফ-এর তৎপরতায় পাচারের আগেই উদ্ধার ৪৫টি গরু। গোপন সূত্রে খবর পেয়ে ২৪নং ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী ওই এলাকায় হানা দিয়ে ৯ জন পাচারকারীকে আটক করে। তাদের কাছ থেকে উদ্ধার হয় গরুগুলি।
অন্যদিকে মালদা থানার আদমপুর ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে তিন যুবক সহ কয়েকটি গরু আটক করেছে বিএসএফ। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে তিন যুবক মহানন্দা পেরিয়ে গরু পাচারের চেষ্টা করছিল। বিএসএফ তাদের হেপাজতে নিতে গেলে পাচারকারীদের সাথে বিএসএফ জওয়ানদের ধস্তাধস্তি হয় বলে জানা যায়। ধস্তাধস্তিতে ৩ জন পাচারকারী আহত হয়। পাচারকারীদের আটক করে মালদা থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম গয়া চৌধুরী(৩০), রামু চৌধুরী(২৫) এবং অলোক চৌধুরী(৩০)। ধৃতদের বাড়ি মালদা থানার আদমপুর এলাকায়। বর্ষার কারণে মহানন্দা নদীতে জল স্তর বেড়েছে এবং সেই সুযোগে গরু পাচারের চেষ্টা করে পাচারকারীরা। বুধবার ধৃতদের মালদা জেলা আদালতে তোলা হয়।
ভিডিয়োঃ কৃতাঙ্ক