নবরূপে সজ্জিত হতে চলেছে সাদুল্লাপুর মহাশ্মশান
ইংরেজবাজার ব্লকের সাদুল্লাপুর মহাশ্মশান নবসাজে সজ্জিত হতে চলেছে। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক নিহাররঞ্জন ঘোষ একথা জানান। রবিবার সকালে বিধায়ক নিহাররঞ্জন ঘোষ ও ইংরেজবাজার ব্লকের বিডিও দেবর্ষি মুখার্জি সাদুল্লাপুর মহাশ্মশান পরিদর্শন করেন।
উল্লেখ্য মালদা জেলার শ্মশানগুলির মধ্যে একমাত্র এই মহাশ্মশানেই আছে বৈদ্যুতিক চুল্লি। প্রয়াত সাংসদ এবিএ গনিখান চৌধুরির উদ্যোগেই এই মহাশ্মশানের বৈদ্যুতিক চুল্লি নির্মাণ হয়েছিল এবং এই চুল্লির রক্ষণাবেক্ষণের ভার বর্তমানে মালদা জেলাপরিষদের হাতে। বর্তমানে এই এলাকায় বৈদ্যুতিক ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে। রাতের অন্ধকারে নিজেদের আলো জ্বালিয়ে কাজ করতে হয় শবযাত্রীদের। শুধু তাই নয়, এই মহাশ্মশানের পাশ দিয়ে যাওয়া ভাগীরথী নদীর স্নানের ঘাটের অবস্থাও খুব খারাপ। এই মহাশ্মশান সংস্কারে জন্য আপাতত ৪০ লক্ষ টাকা বরাদ্দ করা হয় বলে জানান বিধায়ক। তিনি আশ্বাস দেন শীঘ্রই মহাশ্মশানের সংস্কারের কাজ শুরু হবে। আগামী চার থেকে পাঁচ মাসের মধ্যেই সমস্ত কাজ সম্পন্ন হয়ে যাবে বলেও জানান বিধায়ক।
ভিডিয়োঃ কৃতাঙ্ক