top of page

শহরে আবার বোমাতঙ্ক, ব্যাগ থেকে মিলল জামাকাপড়

আবার বোমাতঙ্কের খবর শহরের জনবহুল এলাকায় ।প্রতিদিনের মত শুক্রবার সকালে ইংরেজবাজার শহরের রামকৃষ্ণ পল্লী এলাকায় স্থানীয় দোকানদাররা তাঁদের নিজেদের দোকান খুলছিলেন। হঠাৎ তাঁদের নজরে আসে ৩৪ নং জাতীয় সড়কের পাশে একটি ব্যাকপ্যাক পড়ে আছে। উপর থেকে সহজেই অনুমান করতে পারা যায় ব্যাকপ্যাকটি সম্পূর্ণ ভর্তি ও পরিষ্কার অবস্থায় আছে। স্থানীয় মানুষজনের এতে সন্দেহ বাড়ে। এলাকায় সৃষ্টি হয় আতঙ্কের পরিবেশ। খবর যায় ইংরেজবাজার থানায়। পুলিশের বম্ব স্কোয়াড এসে ব্যাগ তল্লাশি করে কিছু জামাকাপড় ব্যাগ থেকে উদ্ধার করে। কিন্তু তেমন কোন সন্দেহজনক কিছু পাওয়া যায় নি। পুলিশ ব্যাগটিকে থানায় নিয়ে যায়। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী ব্যাগের কোন দাবিদার মেলেনি।আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন


ভিডিয়োঃ কৃতাঙ্ক

Comentarios


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page