নঘরিয়াতে নতুন সেতুর শিলান্যাস করলেন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ
বামফ্রন্ট সরকারের আমলে সেতু নির্মাণের শিলান্যাস হয়েছিল। কিন্তু সেতুর নির্মাণ কাজ শুরু হয়নি। দীর্ঘদিন ধরে মালদা জেলার নঘরিয়াতে কালিন্দী নদীর উপর একটি সেতুর দাবি ছিল স্থানীয় বাসিন্দাদের। কারণ এই অঞ্চলে যে খেয়াঘাট আছে সেই খেয়াঘাট দিয়ে প্রচুর মানুষ ও ছাত্রছাত্রীরা যাতায়াত করে। রাতে খেয়া বন্ধ হয়ে গেলে সবচেয়ে অসুবিধায় পড়ে আপৎকালীন অবস্থায় হাসপাতাল অভিমুখী রুগী ও রুগীর আত্মীয়রা। অবশেষে রাজ্য সরকার এই সেতু নির্মাণের অনুমোদন দিয়েছে। আনুমানিক ১৫ কোটি টাকা ব্যয়ে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ এই সেতু নির্মাণ করবে।
বৃহস্পতিবার এলাকা পরিদর্শনে যান উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। তিনি জানান, বর্ষা শেষ হলে নদীতে সেতু নির্মাণের কাজ শুরু হবে। এর ফলে উপকৃত হবেন সাধারণ মানুষ। উল্লেখ্য এর আগেও এই সেতু নির্মাণের শিলান্যাস হলেও নির্মাণকাজ এখনও শুরু হয় নি। এই প্রসঙ্গে রবীন্দ্রনাথ বাবু পূর্বতন বাম সরকারের সমালোচনা করে বলেন, তৃনমূল কংগ্রেস সরকার শিলান্যাসের রাজনীতি করে না। তিনি আরো জানান, সেতুটি নির্মাণ হলে প্রচুর মানুষ উপকৃত হবেন, বিশেষ করে স্কুল কলেজের পড়ুয়ারা ও আপৎকালীন অবস্থায় হাসপাতাল অভিমুখী রুগীরা।
ভিডিয়োঃ কৃতাঙ্ক