জিকেসিআইইটি-র পাশে কলকাতা, যাদবপুর, বর্ধমান
২০১০ সালে খুব ঘটা করে যাত্রা শুরু করেছিল কেন্দ্রীয় সরকারের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের অধীন গণিখান চৌধুরি ইন্সটিটিউট অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি। কিন্তু প্রশাসনিক জটিলতার কারণে ২০১০ সালে ভর্তি হওয়া সার্টিফিকেট কোর্সের শিক্ষার্থীরা পরে যখন বিটেক এ ভর্তি হয় তখন প্রতিষ্ঠানের অ্যাফিলিয়েশন না থাকায় পড়ুয়াদের শংসাপত্র অবৈধ ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। ফলে পড়ুয়াদের ভবিষ্যৎ অন্ধকারে। পড়ুয়াদের সঙ্গে ঘটে যাওয়া এই প্রতারণার বিরুদ্ধে আবার সোচ্চার হয়েছে শিক্ষার্থীরা।
সোমবার পড়ুয়ারা বিকেলে ইংরেজবাজার শহরের পোস্ট অফিস মোড়ে এক বিক্ষোভে সামিল হন। এই প্রতিষ্ঠানের পড়ুয়াদের বিক্ষোভে সামিল হয়েছে, কলকাতা, যাদবপুর সহ একাধিক বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। গণিখান চৌধুরি ইন্সটিটিউট অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির পড়ুয়াদের দাবি অবিলম্বে তাদের শংসাপত্রের বৈধতা দেওয়া হোক। প্রতিষ্ঠানের তরফে প্রশাসনিক পদক্ষেপও গ্রহণ না করার অভিযোগ তুলেছে ছাত্রছাত্রীরা। তাঁদের অভিযোগ এর ফলে তাঁদের ভবিষ্যৎ জীবন অনিশ্চিত।
ভিডিয়োঃ কৃতাঙ্ক