অকেজো রথবাড়ির সিসিটিভি ক্যামেরা, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন
মালদা জেলার ট্রাফিক ব্যবস্থাকে সুসজ্জিত করার লক্ষ্যে গত দু'বছর আগে শহরের গুরুত্বপূর্ণ রথবাড়ি মোড়ে বসানো হয়েছিল আটটি সিসিটিভি ক্যামেরা। কিন্তু কিছুদিন আগে বাজ পড়ে সে ক্যামেরাগুলি খারাপ হয়ে যায় ।ফলে ,কার্যত যে নজরদারি এবং নিরাপত্তার জন্য ক্যামেরাগুলো বসানো হয়েছিল তা বর্তমানে সম্পূর্ণ কর্মহীন হয়ে পড়েছে ।রথবাড়ির মতো গুরুত্বপূর্ণ জায়গাতে এহেন অবস্থায় ক্যামেরাগুলি পড়ে থাকায় শহরের নিরাপত্তা প্রায় শিকেয় উঠেছে বলে অভিযোগ করেছেন সাধারণ মানুষ ।
মূলত: রথবাড়ির মত শহরের গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তার স্বার্থে মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের পক্ষ থেকে আটটি ক্যামেরা জেলা পুলিশকে দেওয়া হয়েছিল। আর সেই ক্যামেরাগুলি বর্তমানে খারাপ হওয়ার ফলে রথবাড়ি মতো গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থার শিকেয় উঠেছে বলে অভিযোগ করেছেন মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের বর্তমান সম্পাদক জয়ন্ত কুণ্ডু মহাশয়। তাঁর দাবি, অবিলম্বে ক্যামেরাগুলি ঠিক করে শহরের বিশেষ করে রথবাড়ির মতো গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা করা হোক।
ভিডিয়োঃ কৃতাঙ্ক