দুর্ঘটনা এড়াতে বাসের ছাদে ওঠার সিঁড়ি খুলে নেওয়ার সিদ্ধান্ত বেসরকারি বাস মালিকদের
এতদিন মালদা জেলার বিভিন্ন বেসরকারি বাসগুলির মাথায় থাকত মালপত্র বহন করার জন্য থাকত ক্যারিয়ার। বাসের পিছনদিকে একটি লোহার সিঁড়ি দিয়ে বাসের উপরে মালপত্র ওঠানামা করা হত। সম্প্রতি মালদা জেলা প্রগ্রেসিভ বাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জেলার সমস্ত বেসরকারি বাসগুলির পিছনদিকের সিঁড়িগুলি খুলে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মালদা জেলা প্রগ্রেসিভ বাস ওনার্স ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন-এর সাধারণ সম্পাদক বিবেক দাস বলেন, এই সিঁড়ি দিয়ে সাধারণ মানুষ বাসের ছাদে উঠে যায়, ফলে যে কোন মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা থেকে যায়। তিনি আরো জানান, জেলার সমস্ত বেসরকারি বাস মালিকেরা এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি সাধারণ যাত্রীদের কাছে প্রয়োজনের বেশি মালপত্র নিয়ে বাসে যাত্রা না করার আবেদন করেছেন। সাধারণ বাসযাত্রীরা অবশ্য এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের অভিমত এর ফলে দুর্ঘটনা ঘটলে প্রাণহানির আশঙ্কা কমবে। যদিও এই সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে বাস স্ট্যান্ডের মালবাহক শ্রমিকদের মধ্যে।
মালবাহকদের অভিযোগ, সরকারি বাসে এখনও সিঁড়ি থাকলেও বেসরকারি বাসগুলি থেকে ছাদে ওঠার সিঁড়ি খুলে নেওয়া হয়েছে। এর ফলে বাসের মাথায় মালপত্র লোডিং অথবা আনলোডিং করার ক্ষেত্রে অসুবিধা হচ্ছে। সিঁড়ি বিহীন অবস্থায় মালপত্র ওঠানামা করতে গিয়ে কোন কারণে পড়ে গিয়ে মালপত্রের ক্ষতি হয় তাহলে সেই ক্ষতিপূরণ মালবাহকদেরই দিতে হবে। এছাড়া বর্তমানে বাসগুলি অতিরিক্ত মালপত্র বহন না করার ফলে তাদের রুজি-রুটির টান পড়বে।
ভিডিয়োঃ কৃতাঙ্ক