সাপের কামড়ে মৃত্যু গৃহবধূর
বর্ষাকাল শুরু হতেই গ্রামেগঞ্জে সাপের উপদ্রব শুরু হয়েছে। ইতিমধ্যে সাপের কামড়ে মৃত্যু হয়েছে ঝুলি রজক (২৪) নামে এক গৃহবধূর। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার চণ্ডিপুর গ্রাম পঞ্চায়েতের দ্বারবাসিনী মন্দির সংলগ্ন এলাকায়। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
মৃতার পরিবার সূত্রে জানা যায় চার বছর আগে ঝুলি রজকের বিবাহ হয় মানিকচক থানার মথুরাপুর গ্রামের ভাদু রজকের সঙ্গে। ভাদু রজক কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন। স্বামী বাইরে থাকায় ঝুলি গত দু'বছর ধরে দ্বারবাসিনী মন্দির সংলগ্ন এলাকায় মায়ের বাড়িতে এক ছেলে এবং এক মেয়ে নিয়ে থাকতেন। ঝুলি প্রতিদিনের মত সোমবার রাতে খাওয়া দাওয়ার পরে মশারী টাঙিয়ে বিছানায় শুয়ে ছিলেন। হঠাৎ গভীর রাতে তাঁর পায়ে বিষধর সাপ কামড় দেয়। তড়িঘড়ি পরিবারের লোকজন তাঁকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল সূত্রের খবর চিকিৎসা চলাকালীন গভীর রাতে ওই গৃহবধূর মৃত্যু হয়।
মৃত গৃহবধূর দাদা দুলাল রজক জানান, বিয়ের দুই বছর পর থেকেই এক ছেলে ও এক মেয়ে নিয়ে বোন আমাদের বাড়িতেই থাকত। প্রতিদিনের মতো সোমবার রাতে খাওয়া দাওয়া করে ছেলে ও মেয়েকে নিয়ে মশারী টাঙিয়ে বিছানায় ঘুমিয়ে ছিল। হঠাৎ গভীর রাতে বোন চিৎকার করে ওঠে। সে জানায় তাকে সাপে কামড়েছে। তড়িঘড়ি বোনকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় কিন্তু ভোররাতে বোনের মৃত্যু হয়।
ভিডিয়োঃ কৃতাঙ্ক