তীব্র দাবদাহে অতিষ্ঠ মালদাবাসী
কথায় আছে আষাঢ়-শ্রাবণ বর্ষাকাল। এই বর্ষাতে বৃষ্টির আনন্দ উপভোগ তো দূরের কথা গরমে অতিষ্ঠ হয়ে পড়ছে মালদার মানুষজন। তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি বেশি। সাথে উপরি পাওনা বিদ্যুৎবিভ্রাট। সবমিলিয়ে বর্ষার আনন্দে কোপ বসিয়েছে গ্রীষ্মের গরম।
সাধারণত এই সময়ে তাপমাত্রা অনেকটা নেমে যায়। কিন্তু এবছরে এখনও পর্যন্ত সেভাবে বৃষ্টিপাত না হওয়ায় তাপমাত্রার পারদ ক্রমশ চড়ছে। গত দুদিনে অস্বস্তিকর গরম ঘুম কেড়েছে সাধারণ মানুষের। সকালেই তাপমাত্রা থাকছে ২৯ ডিগ্রির কাছাকাছি। দুপুর গড়াতেই তা ৩৮ ডিগ্রি ছাড়াচ্ছে। স্বাভাবিকের থেকে যা ৪ ডিগ্রি বেশি। আর এর ফলে সমস্যায় পড়েছেন জেলাবাসী। আগামী কয়েকদিন এই দাবদাহ বজায় থাকবে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। চড়া রোদ ও অস্বস্তিকর আবহাওয়ার জন্য দুপুরের দিকে বাড়ি থেকে বের হতে চাইছেন না অনেকেই। তীব্র দাবদাহে বিদ্যুৎ বিভ্রাটের জেরে পরিস্থিতি আরো ভয়ানক হয়ে উঠছে।