চাকরিতে বহাল রাখার দাবিতে শিক্ষকদের ডেপুটেশন
চাকুরীতে স্থায়ীকরণ, অবসরের বয়স ৬০ বছর পর্যন্ত কাজে বহাল রাখা ও উপযুক্ত পারিশ্রমিকের দাবিতে বৃহস্পতিবার আইসিডিআর প্রোজেক্টের ১২৬ জন চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষক মালদা শিক্ষা ভবনে জেলা পরিদর্শকের কাছে ডেপুটেশন দিলেন । উল্লেখ্য: ৬ বছর আগে কেন্দ্রীয় সরকারের আইসিডিআর স্কুল প্রজেক্টের অধীনে ১২৬ জন কম্পিউটার শিক্ষক-শিক্ষিকা মালদা জেলায় নিয়োগ করেছিল একটি বেসরকারি সংস্থা।
মূলত: বিভিন্ন স্কুলে কম্পিউটার শিক্ষার শিক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছিল তাদের। বর্তমান বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত এরা কাজে বহাল থাকলেও পরের দিন থেকে এদের চাকরি আর থাকবে না এই নির্দেশ আসতেই কপালে ভাঁজ পড়েছে মালদা জেলার ১২৬ জন ও সারা পশ্চিমবঙ্গে ৫৬৩৮ জনের। আর এই নির্দেশ আসার পরই জেলায় জেলায় শুরু হয়েছে আন্দোলন। এর ফলশ্রুতি হিসাবে বৃহস্পতিবার কম্পিউটার শিক্ষকরা মালদা জেলার শিক্ষা পরিদর্শকের কাছে ডেপুটেশন দেন। সংগঠনের সম্পাদক ভোলাপদ রায় বলেন, তাঁদের দাবি যদি না মানা হয় তাহলে তাঁরা আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবেন।
জেলা বিদ্যালয় পরিদর্শক তাপসকুমার বিশ্বাস বলেন, কম্পিউটার শিক্ষকদের ডেপুটেশনের কপি উচ্চতম আধিকারিকের কাছে তিনি পাঠাবেন।
ভিডিয়োঃ কৃতাঙ্ক