দুঃসাহসিক চুরি শহরের বাঁধ রোড এলাকায়
এক দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ইংরেজবাজারে। ঘটনার তদন্তে নেমেছে ইংরেজবাজার থানার পুলিশ। শহরের মধ্যস্থলে এধরণের দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্কে রয়েছেন এলাকাবাসীরা।
শহরের মকদুমপুর বাঁধ রোড এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে মঙ্গলবার সন্ধ্যা রাতে দুঃসাহসিক চুরি হয়। গতকাল সন্ধেয় বাড়ির কর্তা শুভঙ্কর দাস এবং তাঁর স্ত্রী সুস্মিতা দাস বাড়ি থেকে বেরিয়ে বাজার করতে গিয়েছিল। রাতে প্রায় সাড়ে দশটা নাগাদ বাড়ি ফিরে এসে তাঁরা দেখেন তাদের নিজের ঘরে আলমারি লণ্ডভণ্ড অবস্থায় পরে আছে। নগদ এক লক্ষ আশি হাজার টাকা সহ সোনার গয়না খোয়া গেছে। বাড়ির নিচতলায় একজন বৃদ্ধা মহিলা থাকলেও তিনি চুরির বিষয়টি জানতে বা বুঝতে পারেননি। অনুমান করা হচ্ছে দুষ্কৃতিরা দোতলার সিঁড়ি ঘর বেয়ে নেমে এসেছিলো। ঘটনার বিষয়ে ইংরেজ বাজার থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে।
ভিডিয়োঃ কৃতাঙ্ক