ক্যারিব্যাগ বাজেয়াপ্ত করতে গিয়ে দুর্ব্যবহারের অভিযোগ, অবরোধ ব্যবসায়ীদের
বেআইনি ক্যারিব্যাগ বাজেয়াপ্ত করাকে কেন্দ্র করে মালদার ঝলঝলিয়া আজহারউদ্দিন মার্কেটে ব্যবসায়ীরা পথ অবরোধ করেন। ঘটনাস্থলে ইংরেজবাজার থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বেশ কিছুদিন ধরেই পুরসভার পক্ষ থেকে প্লাস্টিক ক্যারিব্যাগ বর্জন করার আহ্বান জানানো হয়েছে। পুরসভার পক্ষ থেকে জুট ব্যাগও প্রদান করা হচ্ছে। বাজেয়াপ্ত করা হচ্ছে প্লাস্টিক ক্যারিব্যাগ। এদিন সকালেও ইংরেজবাজার পুরসভার কর্মীরা ক্যারিব্যাগ বাজেয়াপ্ত করার অভিযান চালায়। এই অভিযানে নানারকমভাবে ব্যবসায়ীদের হেনস্থা সহ মহিলাদের কটূক্তি করার অভিযোগ উঠে এসেছে ব্যবসায়ীদের পক্ষ থেকে। এরই প্রতিবাদে ব্যবসায়ীরা আজ পথ অবরোধে সামিল হন।
ঝলঝলিয়া ব্যবসায়ী সমিতির সভাপতি সোমনাথ সাহা জানান, তাঁরাও প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহার চান না। কিন্তু পুরসভা প্লাস্টিক ক্যারিব্যাগ বাজেয়াপ্ত করার নামে ব্যবসায়ীদের হেনস্থা করছে। মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করছে। প্লাস্টিক ক্যারিব্যাগ বন্ধ করার সহজতম উপায় ছেড়ে পুরসভা ব্যবসায়ীদের হেনস্থা করছে। তিনি আরো বলেন, ক্যারিব্যাগ তৈরি হওয়া বন্ধ করুক প্রশাসন। ক্যারিব্যাগের পাইকারি ব্যবসায়ীদের বাধা দিক প্রশাসন। প্রশাসন যে দুর্ব্যবহার ব্যবসায়ীদের সাথে করছে তার প্রতিবাদেই তাঁদের এই অবরোধ।
ভিডিয়োঃ কৃতাঙ্ক