মালদায় ধামসার তালে হুল দিবস পালিত
শনিবার ১৬৪ তম হুল দিবস পালন করল মালদা আদিবাসী রিক্রিয়েশন ক্লাব। সংগঠনের তরফে এদিন জাতীয় পতাকা উত্তোলন করা হয় ও সিধু-কানুর প্রতিকৃতিতে মাল্যদান করেন বিভিন্ন আদিবাসী নেতৃবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজবাজারের বিধায়ক নিহাররঞ্জন ঘোষ। এরপর আদিবাসীরা ধামসা মাদলের তালে নৃত্য করতে করতে এক বিশাল শোভাযাত্রা সহকারে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। পরে সন্ধ্যাবেলা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বিপিনবিহারী ঘোষ টাউন হলে। সেখানে দুঃস্থ আদিবাসী মানুষদের বস্ত্র দান এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে জেলায় সর্বোচ্চ নম্বর প্রাপ্ত আদিবাসী কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান ও শিক্ষা সামগ্রী উপহার প্রদান করা হয়। চলে হুল দিবস বিষয়ক বিভিন্ন আলোচনা।
উল্লেখ্য যে ১৮৫৪ খ্রিস্টাব্দে তদানীন্তন ব্রিটিশ সরকার ও মহাজনদের অত্যাচারের বিরুদ্ধে আদিবাসীদের বিভিন্ন অধিকারের দাবিতে সিধু ও কানু বিদ্রোহ ঘোষণা করেন। ব্রিটিশ সরকার কড়া হাতে এই বিদ্রোহ দমন করেন ও সিধু-কানুকে মৃত্যুদণ্ড দেন ৩০ জুন। সেই থেকে এই দিনটিকে আদিবাসীরা শহীদ বা হুল দিবস হিসাবে পালন করে আসছেন।