মালদায় শুরু হল চারদিন ব্যাপী আম উৎসব
পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তর, মালদা জেলা প্রশাসন ও উদ্যানপালন বিভাগের উদ্যোগে শুরু হল আম উৎসব। বিপিন বিহারী ঘোষ টাউন হলের সামনে এই উৎসবের সূচনা করেন জেলা পরিষদের বিদায়ী সভাপতি সরলা মুর্মু। উপস্থিত ছিলেন জেলাশাসক কৌশিক ভট্টাচার্য, অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) মলয় মুখোপাধ্যায়, অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও ভূমি সংস্কার) দেবতোষ মণ্ডল, জেলা পরিষদের সহকারী সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল, পর্যটন দপ্তরের উপ অধিকর্তা সৌরভ মণ্ডল সহ বিভিন্ন সরকারি অধিকারিকগণ।
বিশ্বের দরবারে আমের জন্য যথেষ্ট সুনাম রয়েছে মালদা জেলার। জেলার বিভিন্ন প্রজাতির আম ও আমজাত দ্রব্যের পসরা সাজানো হয়েছে এই আম উৎসবে। আগামী ২৯ জুন পর্যন্ত এই উৎসব চলবে। প্রতিদিন সন্ধ্যায় হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
10 views