সেফ ড্রাইভ সেভ লাইফ-এর প্রচারে ট্রাফিক আধিকারিকরা
সেফ ড্রাইভ সেভ লাইফ'-এর প্রচারে মালদা শহরের রথবাড়ি মোড় সহ জাতীয় সড়কের বিভিন্ন প্রান্তে চালকদের সচেতন করে ইংরেজবাজার ট্রাফিক বিভাগ। ছোটো বড়ো অনেক গাড়িতে স্টিকার লাগিয়ে বার্তা পৌঁছে দেওয়া হয় চালকদের কাছে।
গাড়ি চালাতে চালাতে মোবাইল ফোনে কথা বলা দণ্ডনীয় অপরাধ। এই ধরণের অপরাধের ক্ষেত্রে চালকের জরিমানা কিংবা হাজতবাস এবং ড্রাইভিং লাইসেন্সও বাতিল হতে পারে। এই সচেতনতার লক্ষ্যে ও গাড়ি চালনার সময় মোবাইল ফোন থেকে চালকদের বিরত থাকার লক্ষ্যে 'সেফ ড্রাইভ সেভ লাইফ'-এর প্রচার ও বিভিন্ন গাড়িতে স্টিকার লাগিয়ে ড্রাইভারদের সচেতন করা হয়। ছোট থেকে বড়ো বিভিন্ন যানবাহনগুলিতে এই সচেতনতা বার্তার সপক্ষে প্রচুর স্টিকার লাগানো হয়। এক্ষেত্রে বাদ যায়নি মোটর বাইকও। এদিন উপস্থিত ছিলেন ডিএসপি ট্রাফিক শুভতোষ সরকার, ট্রাফিক ওসি জয়দীপ দাস সহ অন্যান্য ট্রাফিক পুলিশ আধিকারিকরা। গাড়িতে স্টিকার লাগানো এবং ড্রাইভারদের সচেতন করাতে সকল গাড়ির চলকেরা খুব খুশি।