তিনটি পাইপগান সহ গ্রেফতার অস্ত্র কারবারি
গোপনসূত্রে খবর পেয়ে এক অস্ত্র কারবারিকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ। তিনটি পাইপগান সহ তিন রাউন্ড গুলি উদ্ধার হয়েছে ধৃতের কাছ থেকে। ধৃতকে আজ মালদা জেলা আদালতে তোলা হয়।
ধৃত অস্ত্র কারবারির নাম বিরু শেখ। বয়স ৪০ বছর। মালদার মানিকচক থানার জালালপুরের বাসিন্দা সে। পুলিশ সূত্রে জানা গেছে, এএসআই আনসারুল হক গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজ বাজারের শোভানগরের পুকুরিয়া মোড়ে হানা দিয়ে বিরুকে আটক করে। তল্লাশি চালিয়ে বিরুর কাছ থেকে তিনটি পাইপ গান ও তিন রাউন্ড গুলি উদ্ধার হয়।
ধৃতকে এদিন মালদা জেলা আদালতে তোলা হলে সাত দিনের পুলিশি রিমান্ড চায় ইংরেজবাজার থানার পুলিশ।
ভিডিয়োঃ কৃতাঙ্ক
12 views