রাজকুমার রায়ের হত্যাকাণ্ডে সিবিআই তদন্তের দাবি
বুধবার বিকেলে বাম সংগঠনের ১৬টি জোট একত্রে মিলিত হয়ে একটি প্রতিবাদ সমাবেশ আয়োজিত করে। নিহত রাজকুমার রায়ের হত্যাকাণ্ডের প্রকৃত সত্য উদ্ঘাটনের তদন্তের জন্য সিবিআই নিয়োগ এবং দোষীদের কঠোর শাস্তি প্রদানের উদ্দেশ্যে বিক্ষোভ দেখান। আন্দোলনকারী শিক্ষকদের বিরুদ্ধে সমস্ত ধরণের মামলা প্রত্যাহার, নিহত শিক্ষকের প্রাপ্য সরকারি সুযোগ সুবিধা অবিলম্বে তাঁর পরিবারকে দেওয়া, ভোট কর্মীদের উপযুক্ত নিরাপত্তা ও গণতান্ত্রিক পরিবেশে কাজ করার সুনিশ্চয়তা প্রদান, নিহত রাজকুমার রায়ের পরিবারকে নির্ধারিত ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদানের দাবিতে প্রতিবাদী কর্মসূচি ও জেলাশাসকের কাছে স্মারকলিপি প্রদান করলেন ভোট কর্মীদের উপর আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ মঞ্চ। পরিসংগঠনের নেতৃবৃন্দ জেলাশাসকের কাছে তাদের দাবিসমূহ পেশ করেন। জেলাশাসকের পক্ষে অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও ভূমি সংস্কার) দেবতোষ মণ্ডল স্মারকলিপি গ্রহণ করেন।
সংগঠনের পক্ষে রতন ভাস্কর বলেন, রাজকুমার রায়ের মৃত্যুর জন্য সিবিআই তদন্তের পাশাপাশি তার পরিবারের নিরাপত্তা ও ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে তাদের এই প্রতিবাদ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি।