মহানন্দা থেকে মৃতদেহ উদ্ধার রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তরের
২৪ ঘণ্টারও বেশি সময় পর দেহ উদ্ধার হল মহানন্দায় তলিয়ে যাওয়া সৌরভ দেবের৷ এদিন সকাল সাড়ে ১১টা নাগাদ তাঁর মৃতদেহ উদ্ধার করেন রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তরের ডুবুরিরা৷ তবে সৌরভের বাবা-মা দাবি করছেন তাঁদের ছেলেকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে ৷
বছর বাইশের সৌরভের পৈতৃক বাড়ি শহরের সিঙ্গাতলা এলাকায়৷ সম্প্রতি তিনি একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন৷ গত পরশু বাবা-মাকে ছেড়ে তিনি সেই মেয়ের বাড়িতে চলে আসেন৷ শহরের একটি নামি দোকানে কর্মরত ছিলেন সৌরভ৷ গতকাল দোকানে যাওয়ার আগে নদীতে স্নান করতে গিয়েই তলিয়ে যান সৌরভ৷ সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে ছুটে যায় ইংরেজবাজার থানার পুলিশ৷ স্থানীয় ডুবুরিদের নদীতে নামানো হলেও সৌরভের দেহের খোঁজ পাওয়া যায়নি৷ এদিন সকালে রায়গঞ্জ থেকে আসা রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তরের ডুবুরিরা সৌরভের দেহের খোঁজে নদীতে তল্লাশি শুরু করেন৷ প্রায় ঘণ্টা দেড়েক তল্লাশি চালানোর পর তাঁরা সৌরভের মৃতদেহের হদিস পান৷
সৌরভের মা মুক্তি দেব দাবি করছেন তাঁর ছেলেকে জলে ডুবিয়ে খুন করা হয়েছে৷ তিনি বলেন, তাঁর ছেলে সাঁতার জানত না৷ কখনও নদীতে নামত না সৌরভ৷ সম্প্রতি তাঁর ছেলে একটি মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে৷ পরশুদিন মেয়েটির মা ৩ হাজার টাকা ভাড়ায় একটি বাড়িতে তাঁর ছেলেকে নিয়ে আসেন৷ ভাড়াবাড়িতে জল থাকতেও সৌরভ কেন নদীতে স্নান করতে নামল তা নিয়ে তাঁদের সন্দেহ রয়েছে৷ ছেলে যদি সত্যিই ডুবে যায়, ময়নাতদন্তের পরেই তার মৃত্যু নিয়ে নিশ্চিত হতে পারবেন তাঁরা৷
সৌরভের বাবা মদন দেব জানান, গতকাল তাঁদের ফোন করে বলা হয় সৌরভ জলে ডুবে গিয়েছে৷ তাঁর দৃঢ় সন্দেহ, ওই মেয়ে ও তার মা ষড়যন্ত্র করে তাঁর ছেলেকে মেরে ফেলেছে৷ তাঁর ছেলে সাঁতার জানত না৷ তাহলে সে কীভাবে নদীতে ঝাঁপ দিল তা তিনি বুঝে উঠতে পারছেন না৷ ছেলের দেহ উদ্ধার হয়েছে৷ পুলিশ প্রশাসন তার দেহ ময়নাতদন্তে পাঠাচ্ছে৷ তদন্তের রিপোর্ট মিললেই তাঁরা পরবর্তী পদক্ষেপ নেবেন৷
প্রতীকী ছবি।
Tags: