সংশোধনাগারে তোলাবাজি! মুখে কুলুপ কর্তৃপক্ষের
দাবিমত টাকা দিতে না পারায় এক বন্দিকে মারধর করে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে মালদা জেলা সংশোধনাগারে। এই ঘটনায় জেলা প্রশাসনে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
জানা গেছে গত বছর মানিকচক থানার ধরমপুরে একটি পেট্রল পাম্প ডাকাতির ঘটনায় ধৃত লাল্টু শেখ বর্তমানে মালদা জেলা সংশোধনাগারের আবাসিক। গত মঙ্গলবার সেই সংশোধনাগারের ওপর আবাসিক বকুল শেখের দলবল হাজার টাকা দাবি করে।
উল্লেখ্যঃ বকুল শেখ কালিয়াচক এলাকার যদুপুর অঞ্চলে বিভিন্ন রাজনৈতিক খুন, অপহরণ, তোলাবাজি, অস্ত্র পাচার সহ বিভিন্ন মামলায় অভিযুক্ত। মালদা জেলা সংশোধনাগারেও সে তার দলবলের সাহায্যে তোলাবাজি চালিয়ে যায় বলে অভিযোগ আছে। একদা রাজ্যের বর্তমান শাসকদলের ঘনিষ্ঠ বকুল শেখের এই তোলাবাজি করার ক্ষেত্রে সংশোধনাগারের কিছু কর্মীর সহায়তা আছে বলে অভিযোগ উঠেছে অন্যান্য সহবন্দীদের কাছ থেকে।
লাল্টু শেখের অভিযোগ, বকুল শেখের দলবল তার কাছ থেকে তোলাবাজি স্বরূপ হাজার টাকা দাবি করে কিন্তু সে তা দিতে না পারায় গত মঙ্গলবার বকুল শেখের দলবল তাকে মারধর করে ও তার হাত ভেঙে দেয়। যদিও সংশোধনাগারের এই তোলাবাজিতে কথা মানতে রাজি নন সংশোধনাগারের কর্মীরা। শনিবার লাল্টু শেখকে মালদা জেলা আদালতে পেশ করা হলে বিচারকের নির্দেশে তার নিরাপত্তার কথা ভেবে লাল্টুকে বালুরঘাট সংশোধনাগারে স্থানান্তরিত করা হয়। যদিও এই ব্যাপারে সংশোধনাগার কর্তৃপক্ষ মুখে কুলুপ এঁটেছে।