প্রবল ঝড়ে ক্ষতিগ্রস্ত শহরের বেশ কিছু এলাকা
গতকাল রাতের প্রবল ঝড়বৃষ্টিতে শহরের বেশ কিছু এলাকায় ভেঙে পড়েছে অনেক গাছ। উড়ে গেছে বেশ কিছু বাড়ির চালা৷ শহরের পুড়াটুলি এলাকায় ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি৷ এদিন সকাল থেকে এলাকা পরিদর্শনে বেরিয়েছেন স্থানীয় কাউন্সিলর৷ তিনি ক্ষতিগ্রস্তদের সরকারি সাহায্যের জন্য প্রশাসনের দ্বারস্থ হতে চলেছেন বলেও জানা গেছে৷
এদিন ভোর তিনটে নাগাদ প্রবল ঝড়বৃষ্টি শুরু হয় মালদা শহরে৷ শহরের বেশ কিছু এলাকা সাময়িকভাবে জলমগ্ন হয়ে যায়৷ প্রবল ঝড়ে উড়ে যায় অন্তত ২০টি বাড়ির চালা৷ অনেক ঘর ভেঙে পড়ে৷ সেই খবর পেয়ে সকাল থেকেই ওই এলাকা পরিদর্শনে নেমেছেন ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রসেনজিৎ দাস৷ তিনি জানান, ঝড়ে এলাকার অনেক বাড়িই ক্ষতিগ্রস্ত হয়েছে৷ ১৫-২০টি বাড়ির চালা উড়ে যাওয়ার পাশাপাশি অনেক বাড়ি ভেঙে পড়েছে৷ আহতও হয়েছেন দু’একজন৷ ক্ষতিগ্রস্তরা মূলত গরিব মানুষ৷ তাঁদের সরকারি সাহায্যের জন্য তিনি জেলা প্রশাসনের কাছে আবেদন জানাবেন৷
ভিডিয়োঃ কৃতাঙ্ক