এক মানসিক ভারসাম্যহীনের তাণ্ডব, উত্তেজনা এলাকায়
মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির তাণ্ডবে চরম উত্তেজনা ছড়াল এলাকায়। এলাকাবাসী ওই ব্যক্তিকে পাকড়াও করে বেঁধে রাখে। পরে দমকলকর্মীরা ওই ব্যক্তিকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার সুকান্তপল্লি এলাকায়।
জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে শহরের সুকান্তপল্লি এলাকায় মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি আশেপাশের মানুষদের লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়তে থাকে। আহত হয় বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা। স্থানীয় মানুষদের একাংশ তাঁকে শান্ত করার চেষ্টা করলেও ব্যর্থ হয়। স্থানীয়দের অভিযোগ, ওই ব্যক্তি নিজের নাম লাদেন বলে চিৎকার করছিলেন। আশেপাশের বাড়ি-ঘর, মন্দিরে ইট ছুঁড়ছিলেন।
দমকলকর্মী প্রশান্তকুমার রায় জানান, খবর পেয়েই তাঁরা এলাকায় ছুটে যান। ততক্ষণে স্থানীয়রা মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তিকে পাকড়াও করে ইলেকট্রিক পোলে বেঁধে রেখেছিল। বর্তমানে তাঁকে মালদা মেডিকেল কলেজে ভরতি করা হয়েছে। এখনও পর্যন্ত ওই ব্যক্তির নাম-ঠিকানা জানা যায়নি।
ভিডিয়োঃ কৃতাঙ্ক