ইংরেজবাজারে চলন্ত টোটো থেকে সোনার হার ছিনতাই
গঙ্গাস্নান করতে গিয়ে দুষ্কৃতীদের হামলার শিকার হলেন এক প্রৌঢ়া। দুষ্কৃতীরা তাঁর গলায় থেকে একটি সোনার হারের অধিকাংশ ছিনিয়ে নিয়ে পালিয়েছে। আক্রান্ত প্রৌঢ়া বর্তমানে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় আহতের পরিবারের পক্ষ থেকে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এদিন সকালে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার সাদুল্লাপুর এলাকায়।
জানা গেছে, আক্রান্ত প্রৌঢ়ার নাম কল্পনা ঘোষ (৬৫)। বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার ত্রিমোহিনীতে। স্বামী দিলীপ ঘোষকে নিয়ে দুদিন আগে কল্পনাদেবী মালদা শহরে তাঁর বোনের বাড়ি বেড়াতে আসেন। তাঁর বোন যুথিকা ঘোষ গৌড় রোডের বাসিন্দা। তাঁর ছেলে পিন্টু ঘোষ পেশায় টোটোচালক। এদিন সকালে পিন্টুবাবুর টোটোতেই সাদুল্লাপুরে গঙ্গাস্নান করতে যাচ্ছিলেন তাঁরা। সাদুল্লাপুর বাঁধে তাঁদের চলন্ত টোটোতে হামলা চালায় ৩ মোটরবাইক আরোহী যুবক। তারা কল্পনাদেবীর গলা থেকে এক ভরি ওজনের সোনার হার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সম্পূর্ণ হার ছিনিয়ে নিয়ে যেতে না পারলেও হারের ৭৫ শতাংশ ছিনিয়ে নেয়। টোটো থেকে পড়ে গুরুতর আহত হন কল্পনাদেবী। এই মুহূর্তে তিনি মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন। কল্পনাদেবীর পরিবারের পক্ষ থেকে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
ভিডিয়োঃ কৃতাঙ্ক
Tags: