ইউনিভার্সিটি চত্বর থেকে ধারালো অস্ত্র সহ গ্রেফতার চার
গোপনসূত্রে খবর পেয়ে ইউনিভার্সিটি চত্বর থেকে অস্ত্র সহ ৪ দুষ্কৃতীকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ। তবে ওই দুষ্কৃতীর দল কি কারণে ইউনিভার্সিটি চত্বরে জমায়েত হয়েছিল তা জানতে তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত দুষ্কৃতীরা হল ওয়াসিম আখতার (২৩), আবদুল মোমিন (২৫), রিন্টু মোমিন (২৪) ও অবিনাশ ছেত্রী (২৮)। এদের বাড়ি মালদা জেলার ইংরেজবাজার ও কালিয়াচকে। মঙ্গলবার গভীর রাতে সূত্র মারফৎ খবর পেয়ে ইউনিভার্সিটি চত্বরে হানা দেয় ইংরেজবাজার থানার পুলিশ। সন্দেহভাজন কয়েকজনকে দেখতে পেয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে দুটি হাঁসুয়া, একটি চাকু ও একটি লোহার রড উদ্ধার করা হয়। এদিন ধৃতদের জেলা আদালতে পেশ করা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান ডাকাতি করার উদ্দেশ্যে দুষ্কৃতীরা ওই এলাকায় জমায়েত হয়েছিল।
ভিডিয়োঃ কৃতাঙ্ক