বিশ্ব সংগ্রহশালা দিবস পালন
মালদা জেলা সংগ্রহশালার আধিকারিক ও কর্মচারীদের উপহার দিয়ে জেলার রূপান্তরকামী নারীরা ও জগধাত্রীতলা সুরভী হান্ডিক্রাফটস এন্ড সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন একত্রিতভাবে বিশ্ব সংগ্রহশালা দিবস পালন করল।
মূলত: 'অনাম প্রেম' নামক একটি সামাজিক সংস্থার উদ্যোগে বিশ্ব সংগ্রহশালা দিবস পালন করা হয়। সংস্থার পক্ষ থেকে দেবী আচার্য জানান, সংগ্রহশালাতে কর্মরত মানুষেরা জেলার ইতিহাস খুব যত্ন করে সংগ্রহ করে রাখেন, সাধারণ মানুষের সামনে তুলে ধরেন। অথচ তার জন্য তাঁরা কোন সম্মান পান না। এইজন্য আজকের দিনে তাদেরকে সম্মান জানিয়ে তাঁরা বিশ্ব সংগ্রহশালা দিবস পালন করলেন। পরে সংগঠনের সদস্যরা পুরো সংগ্রহশালা ঘুরে দেখেন। মালদা জেলা প্রত্নতত্ত্ব সংগ্রহশালার তত্ত্বাবধায়ক সাধন দেব বলেন, বিশ্ব সংগ্রহশালা দিবসে এই সম্মান পেয়ে খুব গর্বিত তিনি। তিনি সম্মান প্রদানকারী সংস্থাকে ধন্যবাদ জানান।