ইংরেজবাজারে ভোটের আগে আগ্নেয়াস্ত্র উদ্ধার
ভোটের আগে পাইপ গান ও কার্তুজ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। মঙ্গলবার সন্ধেয় নাকা তল্লাশি চলাকালীন এক সন্দেহজনক বাইক আরোহীর কাছ থেকে উদ্ধার করা হয় ৮টি পাইপ গান সহ ১০টি তাজা কার্তুজ। ধৃতকে এদিন জেলা আদালতে পেশ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম দীপঙ্কর স্বর্ণকার। বাড়ি কালিয়াচক থানার করারি চাঁদপুর গ্রামে। মঙ্গলবার সন্ধেয় ইংরেজবাজার থানার পুলিশ টিপাজানি এলাকায় নাকা তল্লাশি চালাচ্ছিল। সেই সময় এক সন্দেহজনক এক মোটরবাইক আরোহীকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। অসন্তোষজনক উত্তর পেয়ে তল্লাশি চালাতেই মেলে ৮টি পাইপগান সহ ১০টি তাজা কার্তুজ। গ্রেফতার করা হয় দীপঙ্করকে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান ধৃত ব্যক্তি অস্ত্র সরবরাহের সঙ্গে যুক্ত এবং পঞ্চায়েত ভোটের প্রাক্কালে সে জেলার অন্য কোনো স্থানে এই অস্ত্রগুলি সরবরাহ করছিল। ধৃত ব্যক্তিকে এদিন জেলা আদালতে পেশ করে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে ইংরেজবাজার থানার পুলিশ।
ছবিঃ কৃতাঙ্ক