বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দরজির মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক দরজির। মঙ্গলবার সকাল সাড়ে সাতটা নাগাদ ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার কাজিগ্রাম অঞ্চলের রাধামাধবপুর গ্রামে। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
মৃত দরজির নাম রবীন্দ্রনাথ মণ্ডল। বাড়ি রাধামাধবপুর গ্রামে। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো এদিন সকালেও বাড়িতেই কাপড় ইস্ত্রি করছিলেন রবীন্দ্রনাথবাবু। সেই সময় হঠাৎ ইলেকট্রিক শক লাগে তার। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে পড়ে যান। পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করেন। কিছুক্ষণের মধ্যেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে, এদিন মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।
ভিডিয়োঃ কৃতাঙ্ক