পদাতিক এক্সপ্রেস থেকে পড়ে যাত্রী জখম
চলন্ত ট্রেন থেকে এক যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। ধাক্কা মারার অভিযোগ তুলেছেন আহতর বন্ধু। কে বা কারা এই ঘটনার পেছনে দায়ী তা এখনো জানতে পারা যায়নি। গুরুতর আহত ওই ট্রেন যাত্রী স্বপন পাল বর্তমানে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার মধুঘাট এলাকায়। রেল পুলিশ সূত্রে জানা গেছে আহত ট্রেনযাত্রী স্বপন পাল-এর বাড়ি মালদা থানার গান্ধী কলোনি এলাকায়। বয়স ৪০। পেশায় কাঠের মিস্ত্রি স্বপনবাবু সোমবার রাতে মালদা টাউন স্টেশন থেকে পদাতিক এক্সপ্রেসের অসংরক্ষিত কামরায় চেপে কলকাতায় শিয়ালদহের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পরিবার সূত্রে জানা যায়, বন্ধু কৃষ্ণ সরকারের সাথে পদাতিক এক্সপ্রেসে চেপে কলকাতা যাচ্ছিলেন স্বপনবাবু। সিট না পেয়ে দরজার কাছে বসেই যাত্রা করছিলেন তিনি। ট্রেনটি মধুঘাটের কাছে পৌছালে ট্রেন থেকে পরে যান স্বপনবাবু। জানতে পেরে ট্রেনের চেন পুল করেন বন্ধু কৃষ্ণ। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাতেই ভরতি করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। তবে ওই যাত্রীকে কেউ ধাক্কা মারল না নিজেই পরে জখম হয়েছে তা তদন্ত শুরু করেছে জি আর পি।