রাতভর বৃষ্টিতে শহরের বেশ কিছু এলাকা জলমগ্ন
বৈশাখের মাঝামাঝি, প্রকৃতির নিয়মানুযায়ী গ্রীষ্মের দাপটে অস্থির হওয়ার কথা। কিন্তু বৈশাখের বৃষ্টিতে নাজেহাল শহরবাসী। রাতভর বৃষ্টিতে জল জমেছে শহরের নিচু এলাকাগুলোয়। এমন সংকটে শহরের বাইরে পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান। ফলে বৃষ্টির জমা জল নিয়ে স্বাভাবিকভাবেই চিন্তিত সাধারণ মানুষ।
গতকাল রাত থেকে একটানা বৃষ্টিতে শহরের রামকৃষ্ণ পল্লি, সর্বমঙ্গলা পল্লি, বিবেকানন্দ পল্লি, সুভাষ পল্লি, মালঞ্চ পল্লি, ২ নম্বর গভর্নমেন্ট কলোনি সহ বেশ কিছু এলাকায় কম-বেশি জল জমেছে। এখনও পর্যন্ত জমা জল বের করার জন্য পুরসভার তরফ থেকে কোনও উদ্যোগ কোথাও চোখে পড়েনি। এই অবস্থায় শহরের বাইরে পুরপ্রধান ও উপ পুরপ্রধান। ফলে এব্যাপারে তাঁদের প্রতিক্রিয়াও পাওয়া যায়নি। তবে পুরসভা সূত্রে খবর, জমা জল নামতে শুরু করেছে সব এলাকা থেকেই। প্রয়োজনে পাম্প ব্যবহার করা হবে।
ছবিঃ কৃতাঙ্ক