মালদায় বজ্রপাতে নিহত ২
বজ্রপাতে ১ ছাত্র সহ ২ জনের মৃত্যু মালদা জেলায়। আম বাগান থেকে বাড়ি ফেরার পথে বজ্র পৃষ্ট হয়ে মৃত্যু হল এক বৃদ্ধার। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় ইংরেজবাজার থানার কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের মহজমাপুর গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম রুক্মিণী মণ্ডল (৭৩)। বাড়ি মহজমাপুর গ্রামে। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তর জন্য মর্গে পাঠায়। জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় শুরু হয় ঝড়-বৃষ্টি তার সাথে বজ্রপাত। মৃতের ছেলে এবং ভাইপোর অভিযোগ, আম বাগান থেকে বাড়ি ফিরছিলেন রুক্মিণী মণ্ডল সেই সময় বাজ পরে আহত হন তিনি। এরপর তাকে উদ্ধার করে তড়িঘড়ি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করে পরিজনেরা। সেখানে ঘন্টাখানেক চিকিৎসা চলার পর মৃত্যু হয় তার। তবে কি কারণে মৃত্যু তা তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।
অন্যদিকে বাবা-মায়ের সাথে বিয়ে বাড়ি থেকে বাড়ি ফেরার পথে বাজ পড়ে মৃত্যু হয় পঞ্চম শ্রেণির এক ছাত্রের। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ছাত্রর নাম, সোমেন কোল (১২)। তার বাড়ি পুরাতন মালদার মহিষবাথানি এলাকায়। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মহিষবাথানি এলাকায়। পুলিশ দুইটি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।