উচ্চ মাধ্যমিকের প্রথম দিনেই প্রশ্নপত্র হোয়াটস অ্যাপে
মাধ্যমিকের পর এবার উচ্চমাধ্যমিক! পরীক্ষার প্রথম দিনেই প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি শেষ হওয়া মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছিল শহরে। শিক্ষা পর্ষদের দিকে বারবার আঙুল উঠছিল। এদিন সেই আগুনে ঘি ঢালল উচ্চমাধ্যমিকের বাংলা পরীক্ষা।
এদিন শুরু হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। প্রথম দিন ছিল বাংলা পরীক্ষা। নির্দিষ্ট সময়েই পরীক্ষা শুরু হয়। পরীক্ষাকে কেন্দ্র করে নিরাপত্তার ব্যবস্থাও ছিল যথেষ্ট। কিন্তু তারপরেও নাকি বাংলা বিষয়ের প্রশ্নপত্র হোয়াটস অ্যাপে ঘোরাঘুরি করতে শুরু করে। এনিয়ে ফোন করা হয়েছিল জেলা বিদ্যালয় পরিদর্শক তাপসকুমার বিশ্বাসকে। কিন্তু তিনি ফোন ধরেননি। পরীক্ষা চলাকালীন কীভাবে প্রশ্ন বাইরে ছড়িয়ে পড়ল, তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশ্ন উঠছে শিক্ষা পর্ষদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।
ভিডিয়োঃ ক্রিতাঙ্ক
টপিকঃ #মাধ্যমিক
14 views