পতঙ্গবাহি রোগের সচেতনতায় পদযাত্রা
পতঙ্গবাহি রোগের সচেতনতা বাড়াতে ইংরেজবাজার পুরসভা ও মালদা জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার সকালে এক পদযাত্রা শহরের বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ করে। সেই সঙ্গে জেলা প্রশাসনের কর্মকর্তারাও বিভিন্ন স্থানে গিয়ে বিভিন্ন জায়গা নিরীক্ষণ করেন। প্রশাসনিক কর্তারা ইংরেজবাজার থানার পুলিশ আবাসন, মালদা জেলা স্কুল, চিত্তরঞ্জন পুরবাজার ইত্যাদি এলাকাগুলিতে নিকাশি ব্যবস্থা খতিয়ে দেখেন। বিশেষ করে ইংরেজবাজার থানার মধ্যে পুলিশ আবাসনের নিকাশি ব্যবস্থা ও সেই স্থানে মশার আঁতুড়ঘর দেখে যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেন। উল্লেখ্য, বর্তমান পুরসভার বিভিন্ন স্থানের নিকাশি নালাগুলির বেহাল দশা নিয়ে প্রচন্ড ক্ষুব্ধ শহরবাসী।
অভিযোগ অধিকাংশ নিকাশি নালাগুলি পরিষ্কার করা হয় না যা পতঙ্গবাহি রোগের আঁতুড়ঘরে পরিণত হয়েছে। বিশেষ করে নিজ নিজ ওয়ার্ডগুলি পরিষ্কার করার ক্ষেত্রে পুরসভার বেশ কিছু কাউন্সিলর সম্পূর্ণ উদাসীন। এছাড়াও শহরের রাস্তায় যত্রতত্র নোংরা আবর্জনার স্তূপ দেখা যায়। ফলে এমত অবস্থায় শহর জঞ্জালমুক্ত ও নিকাশি নালাগুলি পরিষ্কার না করে পতঙ্গজনিত রোগ প্রতিরোধ পদযাত্রার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন শহরবাসী।