নামছে জলস্তর, গরমের শুরুতেই জলের সংকট
গরম পড়তে না পড়তেই জেলা জুড়ে দেখা দিয়েছে পানীয় জলের তীব্র সংকট। জেলায় ভূগর্ভস্থ জলস্তর অনেকটা নীচে নেমে যাওয়ার কারণে মানুষের প্রয়োজনীয় জল না পেয়ে চরম সমস্যায় পড়েছে জেলার সাধারণ মানুষেরা। বিশেষ করে কিছু এলাকাতে পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে, যেখানে বহু দুর থেকে পানীয় জল সংগ্রহ করে নিয়ে আসতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। আর এই কারণে জেলা প্রশাসনের উপরে ক্ষোভ প্রকাশ করেছেন বাসিন্দারা। যদিও এই বিষয়ে জেলা প্রশাসনের কাছে কোনরকম খবর নেই বা কোন অভিযোগ আসেনি বলে জানিয়েছেন জেলার সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তারা। জেলার শহরাঞ্চলের অবস্থাও একইরকম হওয়ার কারণে শহরের মানুষও পুর প্রশাসনের উপরে ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা অভিযোগ করে বলেন যে ভোটের সময় বিভিন্নরকম প্রতিশ্রুতির ঝুড়ি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা জনসাধারণের কাছে আসে, আর ভোট শেষ হয়ে গেলে সেই রাজনৈতিক নেতাদের দেখা মেলে না। সাধারণ মানুষ এই গরমে কতটা সমস্যার মধ্যে আছে তা একটি বারের জন্যেও খোঁজ নেন না পুরপ্রতিনিধিরা। এই বছরে গরমের শুরু থেকেই পুরসভার জলের লাইনে জলের সরবরাহ ঠিক মত নেই, যদি কোন দিন জল আসে তাহলে সুতোর মত সরু হয়ে জল পরে কলের মুখ দিয়ে। তাই বাধ্য হয়ে বালতি নিয়ে রাস্তার কলে এসে নিজেদের প্রয়োজনীয় জল নিয়ে যেতে হয়। অথচ পুর প্রশাসনের এই বিষয়ে কোনরকম হেলদোল নেই। তবে এই বিষয়ে পুরপ্রশাসনের কর্তাব্যক্তিদের বক্তব্য যে বেশ কিছু এলাকাতে মাটির তলার পাইপে সমস্যা ছিল, পুরসভার পক্ষ থেকে সেই সকল এলাকাগুলির পাইপ পরিষ্কার করে দেওয়া হয়েছে, বাকি এলাকাগুলির পাইপের সংস্কারের কাজ খুব শীঘ্রই শুরু করা হবে।
প্রতীকী ছবি।