দুর্ঘটনা রুখতে মুখিয়ে প্রশাসন
পথ দুর্ঘটনায় রাশ টানতে আরো এক প্রশংসনীয় পদক্ষেপ গ্রহণ করল মালদা জেলা পুলিশ। ট্রাফিক সচেতনতার জ্ঞান যাচাইয়ের প্রাথমিক পর্ব সারলেন বিভিন্ন যানবাহন চালকদের নিয়ে। চালকদের ট্রাফিক সংক্রান্ত সীমিত জ্ঞানের বিস্তার ঘটাতে খুব শীঘ্রই ক্লাস চালুর কথা জানালেন মালদা জেলা পুলিশ সুপার অর্ণব ঘোষ। মালদা জেলা পুলিশ সুপার অর্ণব ঘোষের নির্দেশে বিভিন্ন যানবাহন চালকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মালদা পুলিশ লাইন কনফারেন্স হলে। সেখানে পুলিশ সুপার ছাড়াও হাজির ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(হেডকোয়াটার্স) অরিন্দম সরকার, ডিসিআরবি ওসি সৌম্য মুখার্জি, ট্রাফিক ওসি জয়দীপ দাস প্রমুখ।
এদিন জেলা পুলিশ সুপার কার্যত শিক্ষকের ভূমিকা গ্রহণ করে বিভিন্ন যানবাহন চালকদের ট্রাফিক নিয়ম-কানুন সম্পর্কে নানান প্রশ্ন করেন। কিভাবে নিয়ম মেনে গাড়ি চালাতে হয়, কোথায় গাড়ি থামাতে হয়, কোথায় ধীর গতিতে, কোথায় দ্রুত গতিতে গাড়ি চালানো প্রয়োজন, রাস্তায় রাস্তায় লাগানো ট্রাফিক চিহ্নগুলি আসলে কিসের ইঙ্গিত বহন করে এই সমস্ত বিষয়ে জানতে চান। এই বিষয়ে জেলা পুলিশ সুপার অর্ণব ঘোষ জানান, আলোচনার মাধ্যমে বুঝতে পারেন যানবাহন চালকদের অনেকের মধ্যেই সীমিত ট্রাফিক জ্ঞান রয়েছে। তাই তাদের ট্রাফিক নিয়মাবলী সম্পর্কে পুরোপুরি অবগত করাতে খুব শ্রীঘ্রই ক্লাস চালু করাতে চলেছেন। যা দেখে যানবাহন চালক থেকে শুরু করে মালিক সকলেই খুশি।
যানবাহন চালকদের বক্তব্য, এইভাবে আগে কোন পুলিশ সুপার তাদের কাছে এই বিষয়ে জানতে চাননি বা জানানোর চেষ্টাও করেননি। তবে বর্তমান পুলিশ সুপার তাদের ট্রাফিক নিয়মাবলী সম্পর্কে অবগত করাতে ক্লাস নিতে চলেছেন।
ছবিঃ ক্রিতাঙ্ক।